1. aalhabib001@gmail.com : Abdullah AL Habib : Abdullah AL Habib
  2. admin@sahityapatabd24.com : Admin :
  3. riponalmamun899@gmail.com : Ripon Al Mamun : Ripon Al Mamun
  4. todfgdg@gmail.com : Toshar Hasan : Toshar Hasan
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস আজ

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ

  • সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৬৩ বার দেখা হয়েছে

সাহিত্যপাতা ডেস্ক: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের আজকের এই দিনে ১৯ জুলাই মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই কথা সাহিত্যিক। ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখি করে সফলতা পেয়েছেন। বিশেষ করে উপন্যাস, নাটক ও ছোটগল্পে কৃতিত্ব রেখেছেন তিনি। হিমু, মিসির আলী, শুভ্রর মতো বিখ্যাত চরিত্রের স্রষ্টা তিনি। বিভিন্ন গল্প উপন্যাস ও নাটকে তিনি চরিত্রগুলো ব্যবহার করেছেন।

তার লেখা জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে— ‘জোছনা ও জননীর গল্প’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘এইসব দিনরাত্রি’, মধ্যাহ্ন’, ‘দেয়াল’, ‘মাতাল হাওয়া’, ‘শঙ্খনীল কারাগার ইত্যাদি। আশির দশকের বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক নাটক নির্মাণ করেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, আজ রবিবার, নক্ষত্রের রাত ইত্যাদি। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’, ‘ঘেটুপুত্র কমলা’ উল্লেখযোগ্য।

সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন -বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), একুশে পদক (১৯৯৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪) সহ আরো বিভিন্ন পুরস্কার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved sahityapatabd24.com

Site Customized By