জীবনের শেষ প্রান্তে হয়তো আরো দুঃখী হবো–
তবুও কি ভালোবাসবে?
পৃথিবীর মত কোটি কোটি ছোট ছোট প্রাণ
কিছু কিছু মহৎ সুর আর গান
মানুষের মত মহৎ যত প্রাণ,
এমন ছোট বড় প্রেম- ভালোবাসা নিয়ে গঠনের ইচ্ছে
আমার হৃদয় জগত, স্বপ্ন এক পৃথিবীর প্রেমের সমান
তবে মনে হয়–
জীবনের শেষ প্রান্তে হয়তো আরো দুঃখী হবো–
তবুও কি ভালোবাসবে?
একটা পিঁপড়া, একটা বিড়াল কিংবা একটা পাখির মৃত্যুও
যে আমাকে অসম্ভব ব্যথিত করে–!!
অনেক চেষ্টা করে এর কারণ বের করেছি–
এ আমার প্রেম, জগতের প্রতি মায়া–
মহতের প্রতি আমার প্রেম যায় জগতের প্রাণের টানে-
তুমিও মায়া তুমি প্রেম ভালোবাসা কিন্তু তা
ঐ সাগরের মত প্রেমের জলের এক ফোঁটা
জীবনের শেষ প্রান্তে হয়তো আরো দুঃখী হবো–
তবুও কি ভালোবাসবে ?
তোমার দুঃখে আমি কাঁদবো কিন্তু
জগতে সব দুঃখেও আমি কাদবো–!
জীবনের শেষ প্রান্তে হয়তো আরো দুঃখী হবো–
তবুও কি ভালোবাসবে?
শুধু সিডর রিমেল নয়
পৃথিবীর যত দূর্যোগে যত মানুষ গেছে মারা
যত যুদ্ধে যত মানুষ গেছে মরে
পৃথিবীর প্রথম যুদ্ধ হতে গাজা হয়ে আমার হৃদয়ে
যত ধ্বংস খেলা,লোভ ও ক্ষমতার জন্য যত গেছে প্রাণ
অনাহারে কিংবা নির্যাতনে যাদের গেছে প্রাণ
পৃথিবীর শুরু থেকে আজ অবধি প্রত্যেকটি প্রাণ
আমার প্রাণের সাথে লেগে আছে স্পন্দনের মত।
শুধু কি মানুষ–?
যত প্রকারের প্রাণ হয়েছে সৃষ্টি
সব প্রাণ মিলে আমার প্রাণের আয়ু করে তুলেছে
কোটি কোটি বছরে সমান।
এই বৃদ্ধ দুঃখী প্রাণ আজো কাঁদে মৃত, জীবিত ও নির্যাতিত প্রাণেদের জন্য।
মহাপ্রেমের মহাত্মা ব্যাকুল থাকে নিয়তের ঠিকানায়,
একলা কেন চাইবে তুমি আমায়–!
জীবনের শেষ প্রান্তে হয়তো আরো দুঃখী হবো
তবুও কি ভালোবাসবে?
আমি তোমায় সত্যি ভালোবাসি
এ জগতে আমার চেয়ে আর কেহ তোমায়
ভালোবাসবে না এত এত বেশি —!!
বাহিরে দেখে তুমি আক্ষেপ আফসোস করো না
এসো ভেতরে ডুবি, পরাণের ভেতরে-
নদী আর নদী, সাগর আর সাগর,
মহাসাগরের অতল প্রেমে চলো ডুবি
লোভ আর কামের মোহের মত তুচ্ছতা ছাড়ি
প্রেমের মহাসাগরে দুজনে কোটি কোটি প্রাণের
প্রেমের মধুর সুধায় ভাসি।
ভুল করো না, ভুল বুঝো না , চলো দুঃখী হই–
কোটি কোটি বছরের দুঃখী হই।
আমাদের বয়স হবে দুঃখের সমান,
পৃথিবীতে যত দুঃখ আছে তার চেয়ে দ্বিগুণ হবে
প্রেমের পরিমাণ, বেদনার চেয়ে দ্বিগুণ হবে আমাদের মিলনের সময় ।
জীবনের শেষ প্রান্তে হয়তো আরো দুঃখী হবো–
তবুও কি ভালোবাসবে?