1. aalhabib001@gmail.com : Abdullah AL Habib : Abdullah AL Habib
  2. admin@sahityapatabd24.com : Admin :
  3. riponalmamun899@gmail.com : Ripon Al Mamun : Ripon Al Mamun
  4. todfgdg@gmail.com : Toshar Hasan : Toshar Hasan
শুভ্রদেবকে আজীবন সমালোচনা সইতে হবে || তুষার হাসান - সাহিত্যপাতা | Literary Magazine

শুভ্রদেবকে আজীবন সমালোচনা সইতে হবে || তুষার হাসান

  • সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪৭ বার দেখা হয়েছে

আইয়ুব বাচ্চু বা জেমসের আগে পপ সঙ্গীত করে পুরস্কার পেলে সমালোচনায় পড়তে হবে, সমালোচনা সইতে হবে। এটা খুব স্বাভাবিক। প্রিন্স মাহমুদের সাথে আমি প্রায় একমত। তিনি শুভ্রদেবের চেয়ে কিছু যোগ্য মানুষের নাম বলেছেন যারা পুরস্কার পাওয়ার যোগ্য। এটা বলার অধিকার তার আছে। আমি নিজেই তো বিশ্বাস করি প্রিন্স মাহমুদ শুধুমাত্র বাবা, মা ও বাংলাদেশ এর যেকোন একটি গানের জন্যই একুশে পদক পাওয়ার যোগ্য। কারণ এই গান তরুণ প্রজন্ম এত বেশি শুনেছে এবং তাদের মধ্যে এত বেশি প্রভাব ফেলেছে যা দারুণ পজেটিভ সাংস্কৃতিক এক্টিভিটিস।

আবার শুভ্রদেব বলেছেন- প্রিন্স মাহমুদ আমাদের লেভেলের কেউ নন। এটাও তার বলার অধিকার আছে। কেউ কেউ আবার বলে থাকেন শুভ্রদেব কোঠায় পেয়েছেন একুশে পদক। তারাও বলতেই পারেন।

যদি প্রশ্ন করা হয়, সঙ্গীত শিল্পী শুভ্রদেবের কোন কোন গান আমাদের সংগীতাঙ্গনকে এগিয়ে নিয়েছে?
অথবা পপ সঙ্গীতে কেন শুভ্রদেব ইউনিক পারসন?
আমার কাছে উত্তর নেই। শুভ্রদেব যে উত্তর দিচ্ছে তাতে অন্তত আমার মন ভরছে না।

চলচ্চিত্রাঙ্গন, সঙ্গীতাঙ্গন এবং সাংস্কৃতিকাঙ্গনকে আমাদের দেশে দেখা হয় রাজনৈতিক চোখ দিয়ে রাষ্ট্রের চোখ দিয়ে দেখা হয় না। এই ত্রুটি সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং নোংরা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved sahityapatabd24.com

Site Customized By