সাহিত্যপাতা ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশের কর্মকর্তা ইকবাল হোসেন পাপ্পু (৩২) নিহত হয়েছেন। গতকাল ৩ জুলাই, বৃহস্পতিবার এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত ইকবাল হোসেন পাপ্পু টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা গ্রামের মৃত সবুর মিয়ার ছেলে। তিনি বুরো বাংলাদেশ এনজিও চন্দনাইশ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য যে কয়েক বছর আগে পাপ্পুর পিতা সবুর মিয়া প্রবাসে মারা যান। তার পিতা মারা যাওয়ার পরে মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর পাপ্পুই ছিলো মায়ের একমাত্র ভরসা। তাই পাপ্পুর মৃত্যুতে শোকে মানসিক ভারসাম্যহীন মা আরো বিধ্বস্ত হয়ে পড়েন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।