1. aalhabib001@gmail.com : Abdullah AL Habib : Abdullah AL Habib
  2. admin@sahityapatabd24.com : Admin :
  3. riponalmamun899@gmail.com : Ripon Al Mamun : Ripon Al Mamun
  4. todfgdg@gmail.com : Toshar Hasan : Toshar Hasan
হাছন রাজার বিখ্যাত ৩ টি গান - সাহিত্যপাতা | Literary Magazine

হাছন রাজার বিখ্যাত ৩ টি গান

  • সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৬৮৬ বার দেখা হয়েছে

১.
আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা

আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা,
আমি তোমার কাঙ্গালী গো |
তোমার লাগিয়া কন্দিয়া ফিরে,
হাছন রাজা কাঙ্গালী গো ||
তোমার প্রেমে হাছন রাজার, মনে হুতাশন |
একবার আসি হৃদকমলে, করয়ে আসন ||
আইস আউস প্রাণ প্রিয়সী ধরি তোমার পায় |
তোমায় না দেখিলে আমার, জ্বলিয়ে প্রাণ যায় ||
ছট্ ফট্ করে হাছন, তোমার কারণ |
ত্বরা করি না আসিলে হইব মরণ ||
কান্দে কান্দে হাছন রাজা পড়ে আছাড় খাইয়া |
শীঘ্র করি প্রাণ প্রিয়সী, কোলে লও উঠাইয়া ||
কোলে ঠান্ডা হইব, হাছন রাজার হিয়া |
সব দুঃখ পাসরিব, চান্দ মুখ দেখিয়া ||
হিন্দুয়ে বলে তোমায় রাধা, আমি বলি খোদা |
রাধা বলিয়া ডাকিলে, মুল্লা মুন্সিয়ে দেয় বাধা ||
হাছন রাজা বলে আমি, না রাখিব যুদা |
মুল্লা মুন্সির কথা যত সকলই বেহুদা ||

২.
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে

নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে।
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ,
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ
হাসন জানের রূপ দেখিয়া,
হাসন জানের রূপ দেখিয়া
জনমের গেলো দুঃখ।
লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে,
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।
হাসন জানের রূপটা দেখি
ফাল দি ফাল দি উঠে,
চিরাবারা হাসন রাজা,
চিরাবারা হাসন রাজা,
বুকের মাঝে ফুটে।
লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে,
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে।
নিশা লাগিল রে, নিশা লাগিল রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলে রে।

৩.
বিচার করি চাইয়া দেখি সকলেই আমি

বিচার করি চাইয়া দেখি সকলেই আমি ।
সোনা মামি ! সোনা মামি গো ! আমারে
করিলায় বদনামি ।।
আমি হইতে আল্লা রছুল, আমি হইতে কুল ।
পাগলা হাছন রাজা বলে, তাতে নাই ভুল ।।
আমা হইতে আসমান জমিন আমি হইতেই সব ।
আমি হইতে ত্রিজগত্, আমি হইতে সব ।।
আমি হইতে সাউয়াল, আমি আখের জাহের বাতিন ।
না বুঝিয়া দেশের লোকে, বাসে মোরে ভিন ।।
আমা হইতে পয়দা হইছে, এই ত্রিজগত্ ।
গউর করি চাইয়া দেখ হে, আমারও মত ।।
আক্কল হইতে পয়দা হইল মাবুদ আল্লার ।
বিশ্বাসে করিল পয়দা, রছুল উল্লার ।।
মম আঁখি হইতে পয়দা, আসমান জমিন ।
কর্ণ হইতে পয়দা হইছে, মুসলমানী দিন ।।
আর পয়দা করিল যে, শুনিবারে যত ।
সবদ, সাবদ, আওয়াজ ইত্যাদি যে কত ।।
শরীরে করিল পয়দা, শক্ত আর নরম ।
আর পয়দা করিয়াছে ঠাণ্ডা আর গরম ।।
নাকে পয়দা করিয়াছে খুশবয় আর বদবয় ।
আমি হইতে সব উত্পত্তি হাছন রাজা কয় ।।
মরণ জীয়ন নাইরে আমার ভাবিয়া দেখ ভাই ।
ঘর ভাঙ্গিয়া ঘর বানানি এই দেখিতে পাই ।।
পাগল হইয়া হাছন রাজা কিসেতে কি কয় ।
মরব মরব দেশের লোক মোর কথা যদি লয় ।।
জিহ্বায় বানাইয়া আছে মিঠা আর তিতা ।
জীবের মরণ নাই রে দেখ সর্বদাই জীতা ।।
আপন চিনিলে দেখ খোদা চিনা যায় ।
হাছন রাজায় আপন চিনিয়ে এই গান গায় ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved sahityapatabd24.com

Site Customized By