১। লোকে বলে বলেরে
লোকে বলে বলেরে
ঘরবাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার।।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর।
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।
এ ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে।
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন।
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।
২। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।
কবে ক’নে হইল আমার তার সংগে দেখা
অংশীদার নাইরে তার সে তো হয় একা।।
রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা
সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা।।
হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা।।
মুখ চাইয়া হাসে আমার যত আরি পরী
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি।।
৩। মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া
মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাছন রাজার মন মুনিয়ায় রে।
মায়ে বাপে বন্দি কইলা খুশির মাজারে।
লালে ধলায় হইলাম বন্দি পিঞ্জরার ভিতরে।।
কান্দে হাছন রাজার মন মুনিয়ায় রে
পিঞ্জরায় সামাইয়া রে ময়নায় ছটফট ছটফট করে।
মজবুত পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে।।
কান্দে হাছন রাজার মন মুনিয়ায় রে
উড়িয়া যাইবো শুয়া পাখি পড়িয়া রইবো কায়া।
কিসের দেশ কিসের কেশ কিসের মায়া দয়া
কান্দে হাছন রাজার মন মুনিয়ায় রে
হাছন রাজায় ডাকবো যখন ময়না আয়রে আয়।
এমন নিষ্ঠুর ময়নায় আর কী ফিরিয়া চায়
কান্দে হাছন রাজার মন মুনিয়ায় রে।।
৪। একদিন তোর হইবো রে মরণ
একদিন তোর হইবো রে মরণ, রে হাছন রাজা
একদিন তোর হইবো রে মরণ।
মায়া জালে বেরিয়া মরণ না হইলো স্মরণ, রে হাছন রাজা
একদিন তোর হইবো রে মরণ।।
যখন আসিয়া যমের দূত হাতে দিবে দড়ি
হায়রে হাতে দিবে দড়ি।
টানিয়া টানিয়া লইয়া যাবে যমের পুরি
রে হাছন রাজা, একদিন তোর হইবো রে মরণ।।
কোথায় গিয়া রইব তোমার সুন্দর সুন্দর স্ত্রী হায়রে সুন্দর সুন্দর স্ত্রী
কোথায় রইব রামপাশা আর সাধের লক্ষ্মণশিরি
রে হাছন রাজাক, একদিন তোর হইবো রে মরণ।।
আর যাইবায় নিরে হাছন রাজা রাজগঞ্জ দিয়া হায়রে রাজগঞ্জ দিয়া
আর করবায় নিরে হাছন রাজা দেশে দেশে বিয়া,
রে হাছন রাজা, একদিন তোর হইবো রে মরণ।।
করবায় নিরে হাছন রাজা রামপাশায় জমিদারি হায়রে রামপাশায় জমিদারি
আর করবায় নিরে কাপনা নদীর পারে ঘুরাঘুরি
রে হাছন রাজা, একদিন তোর হইবো রে মরণ।।
ছাড় ছাড় হাছন রাজা, এ ভবের আশা হায়রে এ ভবের আশা
প্রাণবন্ধের চরণতলে, কর গিয়া বাসা
রে হাছন রাজা, একদিন তোর হইবো রে মরণ।।
গুরুর উপদেশ শুনিয়া হাছন রাজায় কয় হায়রে হাছন রাজায় কয়
সব তেয়াগিলাম আমি, দেও পদাশ্রয়
রে হাছন রাজা, একদিন তোর হইবো রে মরণ।।
৫। কানাই তুমি খেইর খেলাও কেনে
কানাই তুমি খেইর খেলাও কেনে
রঙের রঙিলা কানাই
এই কথাটা হাছন রাজার উঠে মনে মনে
স্বর্গপুরী ছাইড়া কানাই আইলা এই ভুবনে
হাছন রাজায় জিজ্ঞেস করওইন আইলায় কি কারণে
কানাইয়ে যে করওইন রঙ
রাধিকা হইলো ঢঙ
উড়িয়া যাইবো ঘুঘরার পতঙ্গ
খেলা হইবো ভঙ্গ ।
হাছন রাজায় জিজ্ঞেস করওইন
কানাই বা কোন জন
ভাবনা চিন্তা কইরা দেখি
কানাই যে হাছন ।