জীবনে খুঁজেছে সমাজতন্ত্র যারা
বারবার হতাশ হয়েছে তারা,
জীবনে খুঁজেছে গণতন্ত্র যারা
বারবার হতাশ হয়েছে তারা,
সাম্যবাদ মানুষের কাছে শুধুমাত্র লিখিত ইসতিহার
স্বার্থের জন্য সকল তন্ত্র অসভ্য মানুষদের হাতিয়ার।
ধার্মিক ধর্ম খেয়েছে
ধর্মের নামে রাজা প্রজাদের খেয়েছে ।
যখন তন্ত্র প্রয়োজন তখন তন্ত্র দেখেনি যখন
তন্ত্রের প্রয়োজন নেই তখন তন্ত্র খুঁজেছে তন্নতন্ন করে।
হায় কি জগৎ! ছদ্মবেশ!
ভন্ড ও মুখোশ তন্ত্রের আবরণে।
ইতিহাসের পাতা থেকে আজ অবধি হায় কি ছদ্মবেশ!
মগজের চেয়ে রাজারা খেলেছে বেশি আবরণে।
তন্ত্রের আবরণে রক্তের পর মানুষের হাড় মাংস খেলো
কত দেশে কত ছদ্মবেশ -তন্ত্রমন্ত্র দিয়ে
ধর্মের নামে রাজা প্রজাদের খেয়েছে ।
স্বার্থের অংশ এখনো জয়ী
শুধু খোলস পাল্টেছে রাজা-রাণী
হাজার হাজার বছরের নিজেদের ধারা
কৌশলে করেছে পরিবর্তন । কিন্তু তারাই !
ইতিহাসের যেটুকু শুদ্ধ
তার জন্য বারবার হয়েছে যুদ্ধ ,
হাজার লক্ষ জীবনের বিনিময়ে সামান্যই তো উদ্ধার হয়
কিন্তু আবারো- বারবার ইতিহাস লুট হয় ।
শুধু মানুষ নয় রাজার কারাগারে ইতিহাসও বন্দী হয়
শুধু অর্থ-বিত্ত নয় রাজার সিন্দুকে ইতিহাসও জমা হয়।
রাজাদের কারাগারে-সিন্দুকে
শুদ্ধ ইতিহাস এখনো তালাবদ্ধ।
সংগ্রহ: কবির ফেসবুক পেইজ।