1. aalhabib001@gmail.com : Abdullah AL Habib : Abdullah AL Habib
  2. admin@sahityapatabd24.com : Admin :
  3. riponalmamun899@gmail.com : Ripon Al Mamun : Ripon Al Mamun
  4. todfgdg@gmail.com : Toshar Hasan : Toshar Hasan
আহমদ ছফার সাহিত্য কর্মের তালিকা

আহমদ ছফার সাহিত্য কর্মের তালিকা

  • সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৮০৭ বার দেখা হয়েছে

আহমদ ছফা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী। নিচে আহমদ ছফার উল্লেখযোগ্য সাহিত্য কর্মের একটি তালিকা দেওয়া হল-

প্রবন্ধ

১. জাগ্রত বাংলাদেশ (১৯৭১)
২. বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (১৯৭২)
৩. বাংলা ভাষা: রাজনীতির আলোকে (১৯৭৫)
৪. বাঙালি মুসলমানের মন (১৯৮১)
৫. শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ (১৯৮৯)
৬. আনুপূর্বিক তসলিমা ও অন্যান্য স্পর্শকাতর প্রসঙ্গ (১৯৯৪)
৭. নিকট ও দূরের প্রসঙ্গ (১৯৯৫)
৮. সঙ্কটের নানা চেহারা (১৯৯৬)
৯. সিপাহী যুদ্ধের ইতিহাস (১৯৭৯)
১০. উপলক্ষের লেখা (২০০১)

উপন্যাস

১.ওঙ্কার (১৯৭৫)
২. একজন আলী কেনানের উত্থান-পতন (১৯৮৮)
৩. মরণবিলাস (১৯৮৯)
৪. অলাতচক্র (১৯৯৩)
৫. গাভী বিত্তান্ত (১৯৯৫)
৬. অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (আত্মজৈবনিক প্রেমের উপন্যাস,১৯৯৬)
৭. পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ (১৯৯৬)

ছোট গল্প

১. নিহত নক্ষত্র (১৯৬৭)

কাব্যগ্রন্থ

১. একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা (১৯৭৭)
২. লেলিন ঘুমোবে এবার (১৯৯৯)
৩. আহিতাগ্নি (২০০১) [গীতিকাব্য ]
৪. দুঃখের দিনের দোহা (১৯৭৫)
৫. জল্লাদ সময় (১৯৯৫))
৬. গো-হাকিম (১৯৯৭)

অনুবাদ গ্রন্থ

১. ফাউস্ট(১৯৯৬)
২. সংসয়ী রচনা

স্মৃতিকথা

১. যদ্যপি আমার গুরু (১৯৯৮)

আহমদ ছফাকে নিয়ে লিখিত গ্রন্থ

১. কালের নায়ক— গাজী তানজিয়া
২. ছফামৃত — নুুরুল আনোয়ার
৩. আহমদ ছফা সঞ্জীবনী — সলিমুল্লাহ খান
৪. হারানো লেখা —নুরুল আনোয়ার
৫. আহমদ ছফা চর্চা — ড. সুদীপ্ত হাননান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved sahityapatabd24.com

Site Customized By