গ্রামের মাটির মানুষ আমি
গ্রামকে ভালোবাসি,
তাইতো আমি গ্রামের মায়ায়
বারবার ছুটে আসি।
গ্রামে ছুটে যাই নির্মল
প্রকৃতির টানে,
গ্রামের মাটির গন্ধ আর
পাখির মধুর গানে।
নিজ গ্রামের মাটিতে আমি
শান্তি খুঁজে পাই,
গ্রামের মতো এতো শান্তি
কোনো শহরে নাই।
গ্রামের মাটির ঘরে মোর রাত
কাটে গভীর নিদ্রায়,
এতো সুখের ঘুম হয় না মোর
কোনো অট্টালিকায়।
গ্রামে গেলে সময় কাটে
আলাপচারিতায়,
মাদুর পেতে বসে বড়ো
গাছের শীতল ছায়ায়।
গ্রামের সহজ সরল লোকের
সুন্দর ব্যবহার,
টেনে নেয় তাদের কাছে
আমায় বারবার।
গ্রামের সব মানুষ আমার
আত্মীয়স্বজন,
তাদের সান্নিধ্য পেলে মোর
পুলকিত হয় মন।
গ্রাম আমার প্রথম ঠিকানা
প্রিয় জন্মস্থান,
শেষ ঠিকানা হয় যেন মোর
গ্রামের কবরস্থান।
সংগ্রহঃ কবির সৌজন্যে
সংক্ষিপ্ত কবি পরিচিতি : মোহাম্মদ আবদুস ছোবহান তালুকদারের জন্ম ময়মনসিংহ জেলাধীন ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে, বর্তমানে তার বাসস্থান টাঙ্গাইল জেলাধীন সখীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে। পেশা শিক্ষকতা। দীর্ঘ ৩০ বছর যাবৎ ছাত্রছাত্রীদের ইংরেজি পড়াচ্ছেন। এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি ছাত্র-ছাত্রীদের জন্য দুটো ইংরেজি বই লিখেছেন “Easy Writing” এবং Standard Communicative “English Grammar”. ছাত্র-ছাত্রীরা যাতে বুঝতে পারে এজন্য বই দুটি সহজ ও প্রাঞ্জল করে লিখেছেন।
প্রিয় বিষয় ইংরেজি পড়িয়ে আব্দুস ছোবহান তালুকদার আনন্দ পান। ইংরেজি শিক্ষক হলেও তিনি সংস্কৃতি প্রিয় মানুষ। স্কুলে তিনি নিজের ছাত্রদের নিয়ে একাধিক নাটক মঞ্চায়িত করেছেন। নিজেও নাটক লিখেছেন। অবসরে এখন তিনি নিজের অনুভূতি লিখতে পছন্দ করেন। কবিতা লেখেন স্বীকৃত কবি হওয়ার জন্য নয়। নিজের সরল অনুভূতি প্রকাশের জন্য। কবি নজরুলকে অধিক পছন্দ করেন। কবি ছোবহান তালুকদার নিজের গভীরে ডুব দেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ আধ্যাত্মিক ভাবধারায় বিশ্বাসী। তিনি শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো ভালবাসেন এবং তাদেরকে খুব যত্ন সহকারে পাঠদান করান। নিজের শিক্ষার্থীরা সফল হলে তিনি মহানন্দিত হন।